সুমন ভৌমিকঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। ৮ জানুয়ারি গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ পেলে ময়মনসিংহ জুড়ে ছড়িয়ে পড়ে বাঁধ ভাঙ্গা আনন্দ-উল্লাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই সুসংবাদ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সংখ্যাতীত আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরের মানুষ। অভিনন্দন জানানো শুরু হয় আলহাজ্ব মতিউর রহমানকেও।
সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ার তথ্যটি গত ৭ জানুয়ারি বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ-এর গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ আওয়ামী লীগ-এর ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর উপদেষ্টা পরিষদের শূন্য পদে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানকে মনোনয়ন প্রদান করেছেন।
অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ মাটি ও মানুষের নেতা হিসেবে খ্যাত। সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান এই জননেতা বঙ্গবন্ধুর স্নেহধন্য মতিমালা, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিবেদিত প্রাণ, ত্যাগের রাজনীতিতে বার বার অগ্নি-পরীক্ষায় উত্তীণ। সাবেক সফল ধর্মমন্ত্রী, ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের জীবন্ত কিংবদন্তি, অবিসংবাদিত নেতা।
আওয়ামী লীগের দূর্দিন-দুঃসময়ে রাজপথের আন্দোলন সংগ্রামের অকুতোভয় সিপাহসালার, বিএনপি-জামাত জোট সরকার আমলে কারানির্যাতিত জননেতা অধ্যক্ষ মতিউর রহমান বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দীর্ঘ একযুগ সভাপতি ও তার আগে সাধারণ সম্পাদক হিসাবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে তৃণমূলে সুসংগঠিত ও শক্তিশালী করে জেলা রাজনীতিতে প্রাণ-পুরুষ হয়ে উঠেন। এছাড়াও তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মহাজোট সরকারের আমলে রেল মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। স্বাধীনতার পর ময়মনসিংহ জেলার নেতা হিসেবে তিনিই প্রথম পুর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে নিযুক্ত হন। ময়মনসিংহের উন্নয়নের রূপকার এই গণমানুষের নেতা মন্ত্রিসভার সদস্য হিসাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের প্রস্তাব উপস্থাপন করেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদ লাভ করায় বুধবার সন্ধ্যার পরেই ময়মনসিংহে অধ্যক্ষ মতিউর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঢাকডোল বাজিয়ে আনন্দ মিছিল বের হয়। সচেতন মহল মত প্রকাশ করেন, ময়মনসিংহের মন বুঝেন জননেত্রী শেখ হাসিনা। ফের সে কথারই প্রমাণ হলো।


