15.6 C
Munich
Wednesday, October 29, 2025

অসহায় পরিবারের পৈতৃক সম্পত্তি প্রতিপক্ষ কর্তৃক জবর দখলের চেষ্টাসহ দমন পীড়ণের অভিযোগ

Must read

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া,বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় এক অসহায় পরিবারের পৈতৃক সম্পত্তি প্রতিপক্ষ কর্তৃক জবর দখলের মাধ্যমে ভোগদখলের চেষ্টাসহ দমন পীড়ণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত রাধাকান্ত বালার পুত্র রাজু বালা’র ভোগদখলীয় পৈতৃক সম্পত্তি একই বাড়ির মৃত শরৎ বালা’র পুত্র বিরেন বালা (৬৫), দিলীপ বালা (৬০) ও মুল্লুক চাঁদ বালা’র পুত্র সুশীল বালা (৬৫), সুরেশ বালা (৬০), সুশান্ত বালা (৩০) এবং সুনীল বালার পুত্র প্রশান্ত বালা (২৫), সুশীল বালা, সুসেন বালা তালতা ঐচা মৌজার এসএ ২৬২ খতিয়ানের ৪৬৭, ৪৭১, ৬৩২ দাগের ৩৭ শতাংশ সম্পত্তি দশ বছর পূর্ব থেকে জবর দখলের চেষ্টা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই রাজু বালা ঘরের চালে টিনের ছাউনি দিতে গেলে উক্ত ব্যক্তিরা বাঁধা দিলে তাদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে রাজু বালার মা গোলাপী রানীকে মারধর করে।

প্রতিপক্ষের লোকজন প্রায়ই তাদের গালিগালাজসহ খুন-খারাপির হুমকি ও বিভিন্ন দমন পীড়ণ করে আসছে।

এমনকি প্রায়ই মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় আগৈলঝাড়া থানায় ভুক্তভোগী রাজু বালা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে রাজু বালা তার পৈতৃক সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article