15.6 C
Munich
Wednesday, October 29, 2025

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Must read

চাঁদপুরে ফয়সাল নামে শিশু ধর্ষণ মামলার এক আসামিকে তিনদিন পর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) ভোরে কুমিল্লার বরুড়া থেকে জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার মানিকরাজ গ্রামে বিশাল দীঘি দেখতে যায় দুই শিশু। এসময় সেখানে অবস্থান করছিল ফয়সাল ভূঁইয়া (২২) ও রফিকুল ইসলাম (২০) নামে দুই যুবক। তারা ওই দুই শিশুর একজনকে ভয় দেখিয়ে দীঘিরপাড় থেকে তাড়িয়ে দেয়। পরে অপর শিশুকে পাশে নির্মাণাধীন ইউনিয়ন ভূমি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে রফিক শিশুটির মুখ চেপে ধরে এবং ফয়সাল ধর্ষণ করে। পরে তারা দুইজন পালিয়ে যায়।

এই ঘটনায় ধর্ষণের শিকার শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে প্রথমে তাকে হাসপাতাল এবং পরে ফরিদগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় গত মঙ্গলবার রাতেই থানায় মামলা হয়। এরপরই অভিযান চালিয়ে পাশের দেইচর গ্রাম থেকে রফিককে (২৪) গ্রেফতার করা হয়। গত বুধবার দুপুরে আদালতে তাকে হাজির করা হয়। রফিক স্বীকারোক্তি প্রদান করে। পরে তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। ধর্ষিতা শিশুর চাঁদপুর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

অন্যদিকে, ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কুমিল্লার বরুড়া থেকে মূল আসামি ফয়সাল ভূঁইয়াকে গ্রেফতার করে।

ওসি আরো জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ধর্ষণের দায় স্বীকার করেছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article