10.7 C
Munich
Thursday, October 30, 2025

ভারতে সাবেক বিদেশ মন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Must read

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার লন্ডন থেকে তিনি এ শোকবার্তা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সুষমা স্বরাজ বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত বন্ধুকে হারালাম। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে নেয়ার ক্ষেত্রে তার অবদানের কথা বাংলাদেশ সবসময় স্মরণ করবে।’ সুষমা স্বরাজের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এদিকে সুষমা স্বরাজের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। আজ বুধবার তারা পৃথক শোকবার্তায় সুষমা স্বরাজের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুষমা স্বরাজ। তার বয়স হয়েছিল ৬৭ বছর। ইউএনবি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article