10.7 C
Munich
Wednesday, October 29, 2025

কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Must read

কিশোরগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ১৯২তম ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠানের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ঈদগাহ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ। বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী, উপজেলা নির্বাহী অফিসার ও ঈদগাহ কমিটির সম্পাদক মোঃ আঃ কাদির মিয়া, র‌্যাব- ১৪ (সিপিসি- ২) কোম্পানী কমান্ডার লেঃ এম. শোভন খান, জেলা তথ্য অফিসার মোঃ শামছুল হক, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। সভায় ঈদের নামাজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নিশ্চিদ্র নিরাপত্তার জন্য ২ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশের পাশাপাশি ওয়াচ টাওয়ার ও নিরাপত্তা চৌকি বসানো হবে। এছাড়াও ঈদের নামাজের সুবিধার্থে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি ট্রেন ময়মনসিংহ-কিশোরগঞ্জ ভোর ৫টায় ও ভৈরব-কিশোরগঞ্জ সাড়ে ৫টায় শোলাকিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ১২টায় উক্ত ট্রেন দুটি আবার গন্তব্যের দিকে ছেড়ে যাবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article