10.7 C
Munich
Wednesday, October 29, 2025

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

Must read

ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিগার সুলতানা (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিগার সুলতানা উপজেলা সদরের জেলেপাড়া এলাকার বাসিন্দা শামসুদ্দিন খানের স্ত্রী ও উপজেলার দক্ষিন তারাবুনিয়া এলাকার সুলতান মৃধার মেয়ে এবং দুই সন্তানের জননী। নিগার সুলতানা ন্যাশনাল সার্ভিস এর আওতায় উপজেলা প্রানীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিগার সুলতানার স্বামী ঢাকায় থাকায় কয়েকদিন আগে তিনি ঢাকায় বেরাতে যান। সেখানে গিয়েই জ্বরে আক্রান্ত হন নিগার সুলতানা। এরপর বাড়ি আসলে তার জ্বর বৃদ্ধি পাওয়ায় পাশ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শুক্রবার তাকে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article